টলিউডের অন্যতম অভিজ্ঞ এবং দক্ষ অভিনেতা টোটা রায়চৌধুরী। এবার তাঁকে দেখা গেল কালো টিশার্টে। সেই টিশার্টে লেখা, ‘কিচ্ছু খাইনি আমি আজীবন কেস খাওয়া ছাড়া! আমিও তাদেরই দলে, দোষ না করেও ফেঁসে যায় যারা’, এবার প্রশ্ন হচ্ছে বাস্তবে কি কেস খেয়েছেন টোটা যার জন্য এমন উক্তির টিশার্ট তিনি পড়লেন?
তিনি জানান যে, ‘কেস’ খেয়েই নাকি তিনি ছোট থেকে বড় হয়েছেন। স্কুল জীবন থেকে তিনি প্রথম ফেঁসেছেন এবং তারপরে বড় বেলাতেও তার অন্যথা হয়নি। ‘কেস’ খাওয়ার কোনো গল্পই ভোলেননি তিনি। তবে পেশার জগতে বা অভিনয় দুনিয়ার যাঁরা তাঁকে কেস খাইয়েছেন তাঁরা পরে ভুল বুঝতে পেরেছেন, এমনটাও জানালেন তিনি। তাঁর কাছে এসে ক্ষমাও চেয়েছেন তারা। তিনিও নিজ গুণে সবাইকে ক্ষমা করে দিয়েছেন এবং আজও দেন।
তবে টোটা জানান যে তিনি প্রেম-ভালবাসার দিক থেকে কখনও ফাঁসেননি। তবে কার্শিয়াঙে স্কুল জীবনে এক বার জোরদার মিথ্যে দোষারোপের ভাগীদার হয়েছিলেন তিনি। টোটার স্কুলের বন্ধুরা দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলছিল। খেলতে খেলতে বচসা এবং সেখান থেকে মারপিট। শেষে অভিনেতার হস্তক্ষেপে সবাই রণে ভঙ্গ দেয়। পরের দিন স্কুলে গিয়ে বকুনি তাঁর কপালেই নাকি জুটেছিল।