• Fri. Sep 20th, 2024

শরীরে আবার নতুন করে সংক্রমণ, হাসপাতাল সূত্রে খবর, বিপদ এখনই কাটছে না ঐন্দ্রিলার

এক সপ্তাহ পার। হাসপাতালের বিছানায় এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্রে খবর, ৭দিন কেটে গেলেও এখনও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। ‘সি প্যাপ’ সাপোর্টে রয়েছেন অভিনেত্রী। এখনও বিপন্মুক্ত নন নায়িকা। তবে তাঁর দেহে নতুন সংক্রমণ পাওয়া গিয়েছে, এমনটাই খবর হাসপাতাল সূত্রে।

এত উদ্বেগের মাঝে সোমবার সন্ধেবেলা সামান্য স্বস্তির খবর শুনিয়েছিলেন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী। ফেসবুকে লেখেন, “সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা।” ‘এক্সটার্নাল স্টিমুলি’র মাধ্যমে অভিনেত্রীকে সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা।

সব্যসাচী জানিয়েছিলেন, পুরোপুরি জ্ঞান না ফিরলেও তাঁর শ্বাসক্রিয়া আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে। রক্তচাপ মোটামুটি স্বাভাবিক। জ্বরও কমেছে। তবে কখনও ভাল, কখনও আবার মন্দ কোনওটাই সঠিক ভাবে বলতে পারছেন না চিকিৎসকরা। তবে ঐন্দ্রিলার বয়স যেহেতু অনেকটাই কম, সেই আশাতেই বুক বেঁধেছেন অভিনেত্রীর চিকিৎসক এবং প্রিয়েজনেরা।

আচমকা ব্রেন স্ট্রোক হয়ে গত সাত দিন হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেত্রী। জানা গিয়েছিল, শরীরের এক দিক পুরো অসাড়। বাঁ হাত সামান্য নাড়াচাড়া করতে পারছিলেন। তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছিল গোটা টলিউড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2