বিগত কয়েক দিন ধরে ট্রেন্ডে থাকা ‘মানিকে মাঙ্গে হিতে’ গানটি অনেকেরই লুপে বেজেছে। সাধারণ মানুষ থেকে তারকা, কেউ ব্যতিক্রম নয়। এইবার সেই ট্রেন্ডে গা ভাসালেন টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
চলতি বছরের মে মাসে ইউটিউবে আপলোড করা হয়েছিল এই গানটি। তখন থেকেই ভাইরাল হয়ে গিয়েছিল গানটি। সেই গানের সঙ্গে এবার নেচে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন শ্রীলেখা। এর আগে তিনি পোস্ট ওয়ার্কআউটের একটি ভিডিয়োতে এই গানের সঙ্গে যে তিনি নাচতে চলেছেন, তার আভাস আগেই দিয়েছিলেন। এখন বলা ভালো সেই কথা রাখলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
কিছু দিন আগেই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। এখনও সেই ব্যক্তিগত ক্ষতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি শ্রীলেখা। এখনও তাঁর সোশ্যাল ওয়ালে বাবাকে নিয়েই হাহাকার। প্রতি মুহূর্তে বাবার কথা মনে পড়ে তাঁর। সেই অনুভূতি ভাগ করে নেন ভার্চুয়াল দুনিয়ায়। এসবের মধ্যেই আবার ধীরে ধীরে কাজেও ফিরেছেন তিনি। কাজে বেরনোর মুহূর্তও ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ায়।