৫১ বছর বয়সের মধ্যে দুই বিয়ে, চার ছেলে মেয়েকে নিয়ে সংসার করছেন বলিউড তারকা সইফ আলি খান। তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজের থেকে দশ বছরের ছোট করিনা কাপুর খানকে বিয়ে করেন অভিনেতা। তারপর সারা, ইব্রাহিম, তৈমুর, জাহাঙ্গীরকে নিয়ে দিব্যি সুখে সংসার করছেন সইফ।
কিন্তু অভিনেতার কি এত সুখ কপালে ছিল? অভিনেতার খুব খারাপ অবস্থা হয়েছিল যখন অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল তাঁর। সারা, ইব্রাহিমের সঙ্গে দেখা করার অনুমতি ছিল না তাঁর। উপরন্তু তাঁর প্রাক্তন স্ত্রীকে খোরপোশ দিতে গিয়ে তাঁর অবস্থা কাহিল হয়ে গিয়েছিল।
২০০৪ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সইফ এবং অমৃতার। সইফ জানিয়েছিলেন যে, অমৃতাকে পাঁচ কোটি টাকা খোরপোশ দেওয়ার কথা। এর মধ্যে আড়াই কোটি টাকা দিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে ইব্রাহিমের ১৮ বছর হওয়া পর্যন্ত বাড়তি এক লক্ষ টাকা করেও দিতে হচ্ছে তাঁকে। সইফ জানান যে, তিনি শাহরুখ খান নন। তাই তাঁর কাছে অত টাকা নেই। কিন্তু তিনি নাকি অমৃতাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সব টাকা দিয়ে দেবেন।