কিছু দিন আগেই বিয়ে করেছেন রাজকুমার রাও এবং পত্রলেখা। বুধবার রাতেই মুম্বই ফিরলেন দম্পতি বিয়ের অনুষ্ঠান শেষ হতেই। তাঁরা একসাথে হাতে হাত রেখে বিমানবন্দরে ছবিও তুললেন। রাজকুমারের পরনে ছিল সাদা শার্ট, ক্যাজুয়াল প্যান্ট আর পত্রলেখার পরনে ছিল লাল শাড়ি। আর বিয়ের ঠিক পরেই বদলে গেল পত্রলেখার পরিচয়।
গতকাল রাতে বিমানবন্দরে নামতেই অনেকেই পত্রলেখাকে ‘ভাবিজি’ বলে সম্বোধন করেন আর তা শুনে হেসে ফেলেছেন তারকা দম্পতি। পত্রলেখা হলেন পেশায় একজন মডেল তথা অভিনেত্রী। এতকাল যাবৎ তাঁকে নাম ধরেই ডাকতেন সকলে। বিয়ের পরই হঠাৎ সম্বোধন বদলে ‘ভাবিজি’ হয়ে যাওয়ায় কিছুটা অবাক হয়েছেন তিনি।
বিয়ের দিন হাতে শাঁখা পলা পরেছিলেন পত্রলেখা। পত্রলেখার বিয়ের সাজ বাঙালি কনের মতো না হলেও তাঁর মাথার ওড়নায় বড় বড় করে লেখা ছিল স্বামীর জন্য ভালবাসার বার্তা। ওড়নায় লেখা ছিল, ‘আমার পরাণ ভরা ভালবাসা, আমি তোমায় সমর্পণ করিলাম’। আর সেই লেখা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সকল বাঙালি হৃদয় আবেগে ফেটে পড়ে। সকলে তাঁদের দুজনকে নতুন জীবনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন।