নেই ঘোমটা টানা চওড়া লাল পেড়ে শাড়ি, নেই শাঁখা-সিঁদুরও। ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে ‘মা সারদা’ অর্থাৎ অভিনেত্রী সন্দীপ্তা সেন এবার নাচ করলেন ‘টাচ ইট’ গানের সঙ্গে। সেই গানে পিচ রঙা টি-শার্ট আর কালো জিনসে পড়ে গানের তালে তাল মেলালেন সন্দীপ্তা। তাঁর এই পরিবর্তনে বিস্মিত তাঁর সকল অনুরাগীরা। সময় সুযোগ পেলেই ইনস্টাগ্রামে রিল ভিডিয়ো বানান সন্দীপ্তা। ইচ্ছে মতো পোশাকে নিজেকে সাজিয়ে ছবি তুলতেও খুব ভালবাসেন। সেই ছবি ছড়িয়ে দেন তাঁর ফেসবুক, ইনস্টাগ্রামে। আর ঠিক এভাবেই পর্দার বাইরেও অনুরাগীদের মন ভাল করে দেন অভিনেত্রী। সকলের মতো সন্দীপ্তার কাছেও পুজো মানেই ছুটি। সারা বছর কাজে ব্যস্ত থাকলেও এই চারটেদিন সন্দীপ্তা খোলা আকাশ খোঁজেন। যেখানে নিজের মতো করে তিনি ডানা মেলতে পারেন। গত বছর অতিমারিতে বেরোতে পারেননি অভিনেত্রী। বন্ধুদের বাড়িতে বাড়িতে আড্ডা দিয়ে কেটে গিয়েছে সেই পুজো। এই পুজো নিয়ে সন্দীপ্তা বলেছেন, এ বছর বেরিয়ে পড়ার ইচ্ছে আছে তাঁর, এবার সবটাই পরিস্থিতির উপর নির্ভর করছে। |