বলিউডের সুখী দম্পতির তালিকায় যাঁদের নাম প্রথম দিকেই থাকে তাঁরা হলেন অজয় দেবগণ এবং কাজল। কিন্তু সেই সম্পর্কের মাঝে কি এমন হয়েছিল যার জন্য কাজল নাকি অজয়ের সংসার ভেঙে চলে যেতে চেয়েছিলেন! আর কিভাবেই বা এই সম্পর্কে কঙ্গনা রানাউতের নাম জড়ায়?
তখন \’ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই\’ ছবির শ্যুটিং চলছে। আর সেই সময়ই একটি খবর টিনসেল নগরী তোলপাড় করে দিল। খবরটি হল, একসঙ্গে অভিনয় করতে করতেই নাকি কঙ্গনা রানাউতের প্রেমে পড়েছেন অজয় দেবগণ। এই খবর পৌঁছেছিল টিনসেল নগরী থেকে কাজলের কাছেও। কঙ্গনাকে নিয়ে অজয় এবং কাজলের অশান্তি নাকি এমন চরম অবস্থায় পৌঁছায় যে কাজল বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। আর তাতেই নাকি হুঁশ ফেরে অজয়ের।
একটু একটু করে ভাঙতে বসা সংসার ফের জোড়া লাগাতে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা অজয় দেবগণ। তিনি সোজাসুজি জানিয়েছিলেন, দু\’জন মানুষকে একসঙ্গে দেখলে সংবাদমাধ্যম ধরে নেয় তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। আর ঠিক এরকমটাই ভাবা হয়েছিল তাঁদের ক্ষেত্রেও। তবে এত সবের মধ্যেও কাজল অজয়কে ছেড়ে যাননি। বরং এই সুখী দম্পতি একসঙ্গে রয়েছেন ২৩ বছর হল।