ছবিতে নায়কেরা যে দুরন্ত অ্যাকশন করেন তা সাধারণত স্টান্টম্যানেরা করে থাকেন। তবু সে সব দুঃসাহসিক দৃশ্যে ঝুঁকি নিয়েই নিজে অভিনয় করতে চান অনেক নায়কেরা। আর তারই মাসুল গুনে একবার নিজের পা-টাই খোয়াতে বসেছিলেন বলি তারকা জন আব্রাহাম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান যে, ২০১৬ সালের ছবি ‘ফোর্স ২’-র শ্যুটিং চলার সময় একটি দুঃসাহসিক অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁর ডান পায়ের হাঁটুতে মারাত্মক চোট লাগে। সেই ক্ষতস্থানের যথাযথ যত্ন না নিয়েই শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি আর এর ফলে তাতে পচন ধরে গ্যাংগ্রিন হয়ে যায়। চিকিৎসকেরা বলে দিয়েছিলেন জনের ওই পা হাঁটু থেকে কেটে বাদ দিতে হতে পারে। কিন্তু শেষমেশ এক চিকিৎসকের দক্ষতায় তাঁর পা বাদ না দিয়েই সেরে ওঠেছিলেন জন।
তবে এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং তিনি হাঁটাচলা, শরীরচর্চা, নাচ, অ্যাকশন সবেতেই ফিরেছেন জন। তিনি সাক্ষাৎকারে জানান, এখন যখন অ্যাকশন দৃশ্যে তিনি অভিনয় করেন তখন খুব সাবধানে কাজ করতে হয় তাঁকে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘অ্যাটাক’। সেই ছবিতে সেনাকর্মীর ভূমিকায় দেখা গেছে জনকে।