একমাথা সিঁদুর আর কপালে লাল টিপ নিয়ে একটি কফি শপে বসে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। তিনি দুটি ছবি আপলোড করেছেন। সেই ছবিতে তাঁর হাতে দেখা গেছে কফির কাপ।
অভিনেত্রী ছবি আপলোড করে ক্যাপশনে লিখে যা বোঝাতে চেয়েছেন তা এই যে, কফিতেই ভরসা রেখেছেন ছোট পর্দার এই অভিনেত্রী। চোখে গাঢ় কাজল নিয়ে আনমনে এক্সপ্রেসো কফির কাপে চুমুক দিতে দিতে কী যেন ভাবছেন শ্রীমা। তবে এই ব্যস্ত জীবনে নিজের জন্য সময় বের করে নিয়েছেন তিনি আর তাই চলে গিয়েছিলেন এক কফি শপে।
বেশ কিছুদিন আগেই চেন্নাইয়ে শুটিং করতে গিয়েছেন শ্রীমা তাঁর সঙ্গে ছিলেন আরও দুই অভিনেত্রী সোহিনী সরকার ও মধুমিতা সরকার। সোহিনী ও শ্রীমা দু’জনেই দারুণ ঘুরেছেন। তার কিছু ভিডিয়োও পোস্ট করেছেন শ্রীমা তাঁর সোশ্যাল ওয়ালে।