টানা চার মাসের বিরহ কাটিয়ে পুজো আবহে অবশেষে মিলন হল অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্যের। সৌজন্যে বাংলাদেশের গায়ক-গায়িকা হাসান আর দৃষ্টির ভালবাসার গান ‘আমার গরুর গাড়িতে ২.০’। এই গানের রিল ভিডিয়োর হাত ধরে ১২০ দিন পরে ফের জোড়া লাগল তাঁদের বন্ধুত্ব।
এত দিন পরেও তাঁদেরকে দেখে বোঝা যাচ্ছে তাঁদের রসায়ন একদম সঠিক আছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে জংলা ছাপা শার্ট জ্যাকেটের মতো করে পরেছেন দিব্যজ্যোতি আর লাল-কালো গঙ্গা-যমুনা পাড় তাঁতের শাড়ি, খোঁপায় জুঁই ফুলের মালায় স্নিগ্ধ রোশনি। হাতে বালা পরতে পরতেই এক মনে শুনছেন অভিনেতার কথা। আর গানে ঠোঁট মেলাতে মেলাতে ইশারা করতেই সব বাধা ভেঙে যায় তারপরই দেখা গেল লজ্জা, হাসি, ভাললাগা মিলেমিশে একাকার।
রিল ভিডিয়োর দৌলতে বন্ধুত্ব হয় দিব্যজ্যোতি-রোশনির। সেই ঘনিষ্ঠতা অনুরাগীদের চোখে পড়েছিল অনেকদিন আগেই। একটা সময় একসঙ্গে একাধিক রিল বানিয়েছেন দু’জনে। তারপর দীর্ঘ সময় তাঁদের একসাথে দেখা যায়নি। কিন্তু এতদিন পর আবার তাঁদের একসাথে দেখে তাঁদের অনুরাগীরা খুব খুশি।