জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর জীবনের ভালবাসার মানুষকে অভিনেত্রী রুক্মিণী মৈত্র ‘দ্য লভ অফ মাই লাইফ’ বলে সোশ্যাল মিডিয়ায় কাকে সম্বোধন করলেন? দেব অবশ্যই রুক্মিণীর ভালবাসার মানুষ, তবে সেই মানুষটি দেব না, সে হল আমাইরা। সে রুক্মিণীর দাদার কন্যা।
আমাইরার জন্মদিনে সোশ্যাল পোস্টে ভাইঝিকে আদরে ভরিয়ে দিয়েছেন পিসি রুক্মিণী। আমাইরার সঙ্গে নিজের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু দ্য লভ অফ মাই লাইফ’। সপ্তম জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিলেন আমাইরাকে তাঁর পিসি রুক্মিণী মৈত্র।
তবে শুধু রুক্মিণীই নন। দেবের সঙ্গেও আমাইরার খুব ভালো সম্পর্ক। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আমাইরার সঙ্গে মজার ভিডিয়ো শেয়ার করে থাকেন দেব। আজও আমাইরাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা আর আদর করে আমাইরাকে ‘স্পা আন্টি’ বলে সম্বোধন করেছেন তিনি।