রবিবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন যশ দাশগুপ্তের মা জয়তী দাশগুপ্ত। সূত্রের খবর, অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। রবিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। যশের জনসংযোগকারী আধিকারিক জানান যে, যশ এখন কথা বলার মতো অবস্থায় নেই।
যশের এই অবস্থায় তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন স্ত্রী নুসরত। যশ মানসিক ভাবে খুব ভেঙে পড়েছেন। তিনি তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। মায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন যশ। তাই তাঁর চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।
যশ ছাড়া তাঁর স্ত্রী অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানও মানসিক ভাবে বিধ্বস্ত এই সময়। যশ দাশগুপ্তের মা জয়তী দাশগুপ্ত অসুস্থ ছিলেন অনেক দিন ধরেই, হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু রবিবার হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর বাঁচানো গেল না তাঁকে। যশ এবং তাঁর পরিবারের এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসর বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে।