গত রবিবার নুসরত জাহানের সন্তান ঈশানের এক মাস পূর্তি হল। সোমবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নতুন রিল ভিডিয়ো বানালেন অভিনেতা যশ দাশগুপ্ত। চোখের পলকে পোশাক বদলে ফেললেন তিনি। একইসঙ্গে কায়দাও গেল বদলে। সাদা টি-শার্ট হয়ে গেল নীল টি-শার্ট। খালি চোখে কালো চশমা বসল। নিজের বাড়ির ছাদ থেকে পাশের সবুজ দেখালেন তিনি এবং সঙ্গে দেখালেন শরতের আকাশেও।
সেই ভিডিয়োর নীচে একটি লেখা আছে, ‘নিড ইউ টু স্টে’, অর্থাৎ ‘আমি চাই তুমি থাকো’ আর সেই ভিডিয়োর নেপথ্যে বাজছে আমেরিকান গায়ক জাস্টিন বিবারের ‘স্টে’ গানটি। নুসরত যশের নতুন রিলে তাঁর যে ‘পছন্দ’ সেটি তা জানালেন।
সদ্য অভিনেতা যশ দাশগুপ্ত ‘চিনে বাদাম’ ছবির কাজ শেষ করলেন অভিনেত্রী এনা সাহার সঙ্গে। গত বছর ‘এসওএস কলকাতা’ ছবির মাধ্যমে এনার হাতেখড়ি হয় প্রযোজক হিসেবে। সেই ছবিতেও অভিনয় করেন যশ দাশগুপ্ত। ফের শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘চিনে বাদাম’ ছবিতে এনার প্রযোজনায় কাজ করলেন যশ।