অভিনেত্রী মিমি চক্রবর্তী এদিন শাড়ি বা সালোয়ার নয়, পাশ্চাত্য পোশাকে গ্ল্যামারাস লুকে লাইভে এসেছিলেন। কথায় কথায়, নিজের বিয়ে, নৈশ ডেট সঙ্গী, পছন্দের জায়গা এসব নিয়ে অনর্গল কথা বলে গেলেন অভিনেত্রী মিমি।
অভিনেত্রী মিমি কবে বিয়ে করবেন? তিনি লাইভে এলেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। এদিনও ব্যতিক্রম হয়নি। মিমির স্পষ্ট জবাব, মেয়ে হলেই বিয়ে করতে হবে এমন নিয়ম সমাজ তৈরি করে দিলেও তিনি মানবেন না। তাই আপাতত তিনি রাজনীতি নিয়ে, অভিনয় নিয়েই থাকতে চান। এর বাইরে গিয়ে এখন কিছু ভাবছেন না বলেই কেউ হয়তো কিছু জানতে পারছেন না। মিমির বলেছেন যে, তিনি বিয়ে লুকিয়ে করবেন না। তাই যেদিন সাতপাক ঘুরবেন সবাই জানতে পারবেন সেদিন। পাশাপাশি এও জানিয়েছেন তিনি, নিজের দেশে রাতে ডেট করতে হলে পুরুষ সঙ্গী হিসেবে বেছে নেবেন হৃতিক রোশনকে। বিদেশে হলে সঙ্গে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
মধুচন্দ্রিমায় কোথায় যেতে চান মিমি? নিজেকে গুটিয়ে নিতে নিতে অভিনেত্রীর আবারও একটা স্পষ্ট জবাব, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল। আগে তো বিয়ে করি!’