শোনা যাচ্ছে আবার অভিনয়ের জগতে ফিরতে চলেছেন মিস ইউনিভার্স খেতাবজয়ী বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। তাই জন্য তিনি ১৭ কেজি বাড়তি মেদ নিজের শরীর থেকে ঝরিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। সদ্য পোস্ট করা একটি ছবিতে তাঁকে আবার আগের মতোই স্লিম দেখাচ্ছে।
তনুশ্রী পেশায় একজন মডেল, সেখান থেকে তিনি পরে বলিউডের অভিনেত্রী হয়ে ওঠেন। এক সময় বলিউডে পর পর কাজের প্রস্তাব পেতেন তিনিও। কিন্তু হঠাৎ দেশ ছেড়ে পাড়ি দেন মার্কিন মুলুকে। কারণ হিসেবে জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে কিছু মানুষের আচরণে তিনি নাকি বেশ ক্ষুব্ধ হয়েছেন। তার পর তিনি তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনার শেষে আমেরিকায় চাকরির প্রস্তাব পান।
সম্প্রতি তনুশ্রী একটি পোস্ট শেয়ার করে তাতে লেখেন, তাঁর অভিনয় করার আশ এখনও মেটেনি। তাই তিনি আবার অভিনয় শুরু করতে চান। তনুশ্রী এও লিখেছেন, এই ইন্ডাস্ট্রিতে ভাল লোকও আছে। এখনও নাকি ভাল কাজের প্রস্তাব আসছে তাঁর কাছে। তাই খারাপ দিকগুলো মন থেকে সরিয়ে রেখে আরও এক বার বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।