টলি অভিনেত্রী মিমি চক্রবর্তীর দাবি তাঁকে কলকাতা চলচ্চিত্র উৎসবে ঠিক ভাবে আমন্ত্রণ জানানো হয়নি। মিমি চক্রবর্তী জানান যে, তাঁকে একটি চিঠি দেওয়া হয়। কিন্তু ওই অবধিই। আয়োজকদের পক্ষ থেকে না কোনও ফোন, না কোনও মেসেজ তিনি পাননি!
তবে এই ঘটনা মিমির কাছে প্রথম নয়। তিনি এও দাবি করেন, ২০১৯ সালে চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাঁর নাম অবধি সঠিক ভাবে বলা হয়নি। তিনি বলেছেন, তিনি উপস্থিত, সঞ্চালকেরা সকলের নাম উচ্চারণ করলেন সেখানে। অথচ সেখানে তাঁর নাম নেই। ইন্ডাস্ট্রির সকলের নাম ডাকার পরে সব শেষে শুধু বলা হয়েছিল, ‘মিমিও আছে আমাদের সঙ্গে।’ কাকতালীয় ভাবে ২০১৯-এর চলচ্চিত্র উৎসবে চেয়ারম্যান ছিলেন রাজ চক্রবর্তী। এবারও তিনিই চেয়ারম্যান পদে আছেন। প্রত্যেক বার চলচ্চিত্র উৎসব ঘিরে তাঁর প্রতি এই আচরণে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দিদি এই দায়িত্বটা কিছু মানুষকে দিয়েছেন। তাই দিদির পক্ষে সব কিছু দেখা সম্ভব না।
তবে কি রাজ চক্রবর্তীকেই নিশানা করলেন মিমি? রাজকে ফোন করলে তিনি ফোন তোলেননি। শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে আসছে পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘মিনি’। এক ভিন্ন ধারার চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।