• Sun. Apr 28th, 2024

খুনের হুমকির পর অবশেষে যুদ্ধজয়, সৃজিতের ঝুলিতে জাতীয় পুরস্কার

আজ ৬৭তম জাতীয় পুরস্কার বিতরণী মঞ্চে সম্মানিত হলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ‘গুমনামী’র ঝুলিতে এলো সেরা বাংলা ছবি হিসেবে ‘রজত কমল সম্মান’ এবং সেরা অভিযোজিত চিত্রনাট্য’-র পুরস্কার। সুভাষ চন্দ্র বসু-র অন্তর্ধান নিয়ে ছিল সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবির কাহিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই ছবির মুক্তির পর শোরগোল থেকে বিতর্ক, সবই হয়েছিল ২০১৯।

পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়েছিল ২০১৯-এর ২২ মার্চ।এক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছিল, পুরস্কার হাতে তুলে দেওয়া হবে ২০২০-র ৩ মে। কিন্তু বাদ সেধেছিল অতিমারি। জয়ীদের অপেক্ষা করতে হল একটি বছর। আজ ৬৭তম জাতীয় পুরস্কার হাতে পেলেন পুরস্কৃত বিজয়ীরা।

পুরস্কার হাতে পেয়ে পরে সৃজিত জানান যে, গুমনামী’র জন্য যে কোনও পুরস্কারই নাকি তাঁর কাছে বিশেষ পাওনা। এই একটি ছবির জন্য প্রচুর যুদ্ধ করতে হয়েছে তাঁকে। এমন কি তিনি খুনের হুমকিও শুনেছেন। সেই ছবি জাতীয় পুরস্কারের মঞ্চে জায়গা করে নিয়েছে তার চেয়ে বড় আর কি হতে পারে জানালেন পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2