যন্ত্রণায় কষ্ট পেলেও মুখ থেকে হাসি মিলিয়ে যাচ্ছে না অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। তারই প্রমাণ মিলল ঋতাভরীর নতুন ছবিতে। ঠান্ডা পানীয়ের এক সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কলকাতার এক হোটেলে উপস্থিত ছিলেন ঋতাভরী চক্রবর্তী। সেখান থেকেই মাত্র চারটি ছবি তিনি ইনস্টাগ্রামে দিয়েছিলেন।
সেই ছবি গুলির মধ্যে তিনটি ছবি অনুষ্ঠানের এবং চতুর্থ ছবিটিতে দেখা যাচ্ছে, বাড়িতে বিছানায় শুয়ে রয়েছেন ঋতাভরী। পায়ে ব্যান্ডেজ বাঁধা। ছবির পাশে তাঁর লেখা থেকে জানা গেল, অনুষ্ঠানের দিন সকালেই গোড়ালিতে ব্যথা পেয়েছেন অভিনেত্রী। তাই যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তিনি। হাঁটতে পারছেন না তিনি।
গত মার্চ মাসে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। ফিসচুলায় কষ্ট পাচ্ছিলেন ঋতাভরী। চিকিৎসকেরা জানিয়েছিলেন, সময়মতো অস্ত্রোপচার না করালে ফের বাড়বে সে সমস্যা। তাই কলকাতার এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারও করতে হয় তাঁকে। এ ছাড়া আরও একটি অস্ত্রোপচার হয় তাঁর শরীরে। সেই জন্য আট মাস শয্যাশায়ী থাকতে হয়েছিল ঋতাভরীকে। এ বার পায়ে চোট পেয়ে হুইলচেয়ারে করে হাঁটাচলা শুরু করলেন তিনি।