এক শ্রী আরেক শ্রী-কে শ্রদ্ধা জানালেন। এই দুই শ্রী কারা? একজন শ্রীদেবী। আর অন্যজন শ্রীলেখা মিত্র। আজ শ্রীদেবীর জন্মদিন। ছোট থেকেই তাঁকে খুব ভালবাসেন শ্রীলেখা। তাই প্রিয় অভিনেত্রীর জন্মদিনে নিজের ইউটিউব চ্যানেল শ্রীদেবীকে বিশেষ শ্রদ্ধা জানালেন তিনি।
এই প্রসঙ্গে শ্রীলেখা বলেছেন যে, শ্রীদেবীর সঙ্গে তাঁর আত্মিক যোগাযোগ অনুভব করেন তিনি। ‘চালবাজ’, ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিগুলো দেখতেন, ‘লমহে’ ছবি থেকে বুঝতে শিখেছিলেন বড় হয়ে। শ্রীদেবী সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন। তারপর আর কাউকে তিনি এভাবে পাননি। নাচ, গান, দেখা, বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু অসাধারণ তাঁর, বললেন শ্রীলেখা।
শুধু শ্রীলেখা একা নন, তাঁর বাড়ির সকলেই নাকি শ্রীদেবীর ভক্ত। সে প্রসঙ্গেও তিনি বললেন, তাঁর বাবাও শ্রীদেবীর ভক্ত। গতকাল মায়ের মৃত্যুদিন ছিল তাঁর। তিনি তাঁর বাবাকে জিজ্ঞেস করেছিলেন, উপরে গিয়ে কার সঙ্গে আগে দেখা করবেন তাঁর বাবা? মায়ের সঙ্গে নাকি শ্রীদেবীর সঙ্গে? কোনো উত্তর দেননি তাঁর বাবা। তবে তাঁর মনে হয়েছে, মাকে নিয়েই শ্রীদেবীর সঙ্গে দেখা করবে তাঁর বাবা।