এই পুজোতে বাবা নেই তাঁর কাছে। তাঁর এই শূন্যতা পূরণ হওয়ার নয়। আসলে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর জীবনে মাথার উপর থেকে বটবৃক্ষের ছায়া সরে গিয়েছে হঠাৎ করেই। তাঁর বাবা চলে গিয়েছেন বেশ কিছুদিন হল। বাবার স্মৃতি আঁকড়ে কাটছে তাঁর এই পুজোর দিন গুলি।
যেহেতু বাবা নেই তাই এবার পুজোয় জামাও কেনেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেলফি পোস্ট করেছেন ঠিকই কিন্তু সেই মুখে হাসি উধাও। তিনি নিজেই লিখেছেন, শপিংয়ে বেরিয়েছিলেন মেয়ের জন্য জামা কিনতে। কিন্তু নিজের জন্য কোনো জামা কেনেননি শ্রীলেখা।
নো-মেকআপ লুকে নিজের ছবি শেয়ার করে শ্রীলেখা লেখেন, পুজোয় নতুন শাড়ি হয়নি তাই হয়তো এভাবেই দেখবেন তাঁকে অনুরাগীরা। ওই একই সাজে আরও এক সেলফি পোস্ট করে শ্রীলেখা আবার লেখেন, পূজোর সাজে ছবি না দিতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি।