অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় মলদ্বীপের সুমদ্র তটে সাদা, ছোট, স্বচ্ছ শার্টে ধরা দিয়েছেন। যা দেখে আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তী আগুনের চিহ্ন এঁকে দিয়েছেন মন্তব্য বক্সে। তাঁর মন্তব্যে স্পষ্ট তিনি বোঝালেন যে , আগুনের মতোই জ্বলছেন তাঁর অভিনেত্রী-বন্ধু! বহুদিন পরে শ্রাবন্তীর ছবিতে মিমির মন্তব্য তাঁদের পারস্পরিক বন্ধুত্বও যেন উষ্ণ থেকে উষ্ণতর করে দিচ্ছে।
শ্রাবন্তী জলের কিনারায় অলস ভঙ্গিতে আধশোয়া হয়ে শুয়ে আছেন। চোখ ঢেকেছেন রোদ চশমায় আর সেই ছবি দিয়েই অভিনেত্রীর বক্তব্য, ‘মাথার উপরে খোলা আকাশ। পায়ের কাছে অনন্ত সমুদ্র, বালির পাড়। অপার শান্তি’ এসব দেখে ভালই বোঝাই যাচ্ছে, ছেলে অভিমন্যু, হবু বৌমা দামিনী আর প্রেমিক অভিরূপকে নিয়ে মলদ্বীপে সপরিবারে দারুন ছুটি কাটাচ্ছেন।
সেই আমেজ ধরা পড়ছে তাঁর অনুরাগীদের মনেও। অনেকের অনেক রকম আবদার করে বসছেন অভিনেত্রীকে। তবে এসবে কান না দিয়ে দিব্যি মজা করছেন শ্রাবন্তী মলদ্বীপে গিয়ে।