শোনা যাচ্ছিল যে, অগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে মা হতে পারেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। বুধবার সকালেই তিনি ভর্তি হয়ে গিয়েছেন হাসপাতালে। চিকিৎসকরা বলছেন সব ঠিক থাকলে বৃহস্পতিবারই নাকি অভিনেত্রীর সন্তান জন্ম নেবে। টলিপাড়ায় খবর ছড়াতেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।
অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের একটিই দাবি তাঁর চিকিৎসকের কাছে যে, সন্তান জন্মানোর সময় যশ দাশগুপ্ত যেন তাঁর পাশে থাকেন। তবে এখন কথা হচ্ছে, যশ দাশগুপ্ত কি নুসরতের সঙ্গে ওই সময় থাকবেন?
আবার অন্যদিকে নুসরত এবং যশের ইনস্টাগ্রাম স্টোরি বলছে, মঙ্গলবারেও তাঁরা নাকি একসঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। যদিও বরাবরের মতো নেটমাধ্যমে এবারও কোনো ছবি দেননি তাঁরা। বদলে যশ এবং নুসরতের ইনস্টাগ্রাম স্টোরিতে শুধু এক রেস্তরাঁর ছবি। সেখানে একই রাঁধুনিকে খাবার তৈরি করতে দেখা যাচ্ছে। প্রায় একই সময়ে দু’জনের প্রোফাইলে একই জায়গার ছবি দেখে নেটাগরিকদের বিষয়টি বুঝে নিতে আর কোনো অসুবিধা হয়নি।