সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিয়ের গুঞ্জনতে নাম উঠে এলো ঋতাভরী চক্রবর্তীর। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া কান পাতলেই শোনা যাচ্ছিল ঋতাভরী নাকি বিয়ে করে ফেলেছেন খুব শিগগিরি। কারণটা ছিল তার লাল বেনারসি পড়ে একটি ফটো পোস্ট যাতে তাকে কনের লাগছিল।
কয়েকদিন আগে লাল বেনারসি শাড়ি, সোনার গয়না সাজে সম্পূর্ণ বাঙালি কনে সাজে ঋতাভরী একটি ইনস্টাগ্রাম রিল পোস্ট করেন। সেই রিল দেখেই নেটিজেনদের ধারণা হয়েছিল ঋতাভরী চক্রবর্তী বিয়ে করছেন। এইসব গুঞ্জন কানে যেতেই ঋতাভরী জোর গলায় প্রতিবাদ করে ওঠে এবং তিনি স্পষ্ট জানিয়ে দেন এখন বিয়ের কোন প্রশ্নই নেই তার।
তিনি সম্প্রতি দুটি সার্জারি করিয়েছেন এবং বর্তমানে তিনি শরীরের প্রতি যত্ন নিতে ব্যস্ত। তাই বিয়ের কথা এখন অনেক দূর। সম্প্রতি ঋতাভরী তার ফটোশুটের BTS এর মুহূর্তগুলি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে কালো রংয়ের সাইনিং বিকিনি এবং সাদা কালো স্ট্রাইপ শার্ট পড়ে রয়েছেন। ভিন্ন হেয়ার স্টাইলে তাকে একদম আলাদা লাগছে সাথে ব্যাকগ্রাউন্ডে সুন্দর মিউজিকের সঙ্গে নানান রকম পোজ দিতে ব্যস্ত তিনি। তার চাহনি দর্শকদের নজর কেড়েছে।