অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারর পা অস্ত্রোপচারের পর এখন ভালই আছে। রবিবার নেটমাধ্যমে এ কথা তিনিই জানিয়েছিলেন। এখন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী। হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে সুস্থই রয়েছেন প্রিয়াঙ্কা।
সোমবার সকালে চিকিৎসক দেখেছেন প্রিয়াঙ্কাকে এবং তাঁর পায়ে ড্রেসিংও করা হয়েছে। প্রিয়াঙ্কার যে পায়ে অস্ত্রোপচার করা হয়, সেই পায়ের এক্স রে করা হয়েছে । সেই এক্স রে রিপোর্ট ভাল করে দেখে তবেই প্রিয়াঙ্কাকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
শুক্রবার রাতে ‘মহাভারত মার্ডারস’ নামে এক ওয়েব সিরিজের শ্যুটিংয়ের সময় দুর্ঘটনার মুখোমুখি হন প্রিয়াঙ্কা। এক্স রে করে দেখা যায়, তাঁর পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে। সেই হাড় জোড়া লাগানোর জন্য প্রায় চার ঘণ্টা ধরে তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয়। তবে জানা যাচ্ছে সব ঠিক থাকলে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন প্রিয়াঙ্কা।