প্রায় প্রতিদিনই শিরোনামে আসছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। যদিও এই নিয়ে ভিকি কিংবা ক্যাটরিনা কেউ কিছু বলেননি। একবারও স্বীকার করেননি তাঁদের সম্পর্কের কথা কিংবা বলেননি, আদতেও বিয়ে করছেন কিনা। সবটাই কানাঘুষো শোনা যাচ্ছে বলি পাড়ার অন্দরে। এই তাঁদের বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতা গজরাজ রাও।
তাঁদের বিয়ের আমন্ত্রিত অতিথিদের জন্য কিছু নিয়ম ধার্য করা হয়েছে, যার মধ্যে একটি হল বিবাহ প্রাঙ্গনে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। আর এই ঘটনা জানতে পেরে অভিনেতা গজরাজ রাও জানান যে, তিনি বিয়েতে যাবেনই না। কারণ, তিনি সেলফি তুলতে চান আর ভিকি-ক্যাটরিনা সেটা হতে দেবেন না। তাই বিয়ে বাড়ি যাওয়া ক্যান্সেল করে দিয়েছেন গজরাজ রাও।
কিন্তু আসলে সত্যিই কি বিয়েতে যাবেন না গজরাজ রাও? তিনি জানান যে, তিনি সেলফি নিতে না দিলে বিয়েতে যাবেন না, এই কথাটা কিন্তু সম্পূর্ণরূপে মজা করে বলেছেন অভিনেতা। বিয়েটা হচ্ছে কি না সেটাই তো এখনও কেউ জানে না। তবে এই বিয়েতে সেল ফোন ব্যবহার না করার চল কেবল বলিউডে নয়, হলিউডেতেও আছে। তিনি আসলে বিষয়টা নিয়ে কেবল মজাই করেছেন আর অন্য কোনো উদ্দেশ্য নেই।