‘দেশের মাটি’ ধারাবাহিকের অভিনেত্রী পায়েল দে দর্শকদের জন্য আনলেন সুখবর। কিছু দিন আগেই জানা গিয়েছিল অভনেত্রী আবার বাংলা টেলিভিশনে আসন্ন একটি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা ঋষি কৌশিককে। এবার সেই ধারাবাহিকের নাম ‘সোনা রোদের গান’-এর প্রোমো মুক্তি পেল।
পায়েল ও ঋষি কৌশিক ছাড়াও এই ধারাবাহিকে দেখা যাবে বহু চেনা মুখকে। নতুন এই চরিত্র প্রসঙ্গে পায়েল জানান যে, এই ধারাবাহিক নাকি আর পাঁচটা শাশুড়ি বৌমার ধারাবাহিকের মতো না। এই ধারাবাহিকে তিনি যে চরিত্রে অভিনয় করছেন, সে খুবই স্বাধীনচেতা। তিনি আশা রাখছেন যে, এই চরিত্রে দর্শকের ভালবাসা পাবেন তিনি।
বেশ কিছুদিন আগে নতুন ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করেছিলেন পায়েল। যে কোনও কাজের মতোই এ কাজেও তাঁর যত্নের কোনও অভাব নেই। অভিনেত্রী নিজের মনের মতোন করে, নিজে যে বিষয়গুলো ভালবাসেন সে সব নিয়েই নিজের চ্যানেলের জন্য কাজ করছেন।