ক্যাটরিনা কইফের জীবনে হঠাৎই এসেছিলেন ভিকি কৌশল। পর্দায় যাঁর সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলেন, বাস্তবেও তাঁর সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা। জানা যাচ্ছে, ভিকির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খানিক অনিশ্চিত ছিলেন ক্যাটরিনা। কিন্তু কেন এরকম অনিশ্চয়তা?
ভিকি বিয়ের স্বপ্ন দেখেছিলেন যখন থেকে তিনি ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, তাঁদের দেখা, প্রেম, বিয়ে এ সবটাই খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। সম্পর্কের দু’মাসের মধ্যেই ভিকি বুঝতে পেরেছিল ও ক্যাটরিনাকে বিয়ে করতে চায়। কিন্তু অন্য দিকে তখন ক্যাটরিনা নিশ্চিতও ছিল না এই বিয়ে নিয়ে। অতীতের সম্পর্কের ক্ষত তখনও তাঁর মনে সতেজ ছিল। কিন্তু তিনি ভিকিকে পছন্দ করতেন।
ভিকি হাল না ছেড়ে ক্যাটরিনাকে রাজি করানোর চেষ্টা করে আর তারপর শেষমেশ রাজি হয় ক্যাটরিনা। তবে ভিকির সঙ্গে সাত পাক ঘোরার আগে একটি শর্ত রাখেন তিনি। ক্যাটরিনা জানিয়েছিলেন, ভিকির কাছ থেকে তিনি যে ভালবাসা পাবেন, ঠিক ততখানিই ভালবাসা পাবেন তাঁর মা-ভাইবোনেরা। প্রেমিকার শর্ত মাথা পেতে মেনে নিয়েছিলেন ভিকি। তারপরই তাঁরা বিয়ের পিড়িতে বসে একসাথে।