কিছু দিন আগে নোরা ফতেহি একটি বিএমডব্লিউ গাড়ি উপহার পেয়েছিলেন ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে। নোরা ফতেহি তাঁর দেওয়া উপহার নিয়েছিলেন। আর ওই প্রতারণা মামলায় নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক বার তলব করেছিল ই়ডি।
বুধবার জানা গেছে, তাদের হয়ে এবং সুকেশের বিপক্ষে সাক্ষী দেবেন নোরা ফতেহি। নোরা ইডি-কে জানিয়েছেন কেবল সুকেশ নন, তাঁর স্ত্রী লীনা মারিয়া পলও নোরাকে নাকি দামি ব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন। ২০২০ সালে একটি অনুষ্ঠানে নোরাকে আমন্ত্রণও জানিয়েছিলেন লীনা।
অন্য দিকে আবার জানা গেছে যে, নোরা-ই শুধু নন, দামি দামি উপহার নিয়েছেন এবং ইডি-র আতসকাচের তলায় রয়েছেন সিংহলী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও। সুকেশের আইনজীবী দাবি করেছিলেন, জ্যাকলিন, নোরার মতো অভিনেত্রীরা প্রয়োজন মতো সুকেশের থেকে সুবিধা নিয়েছেন কিন্তু এখন নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন তাঁরা।