আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হতে চলেছে পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের ছবি ‘ঝরা পালক’। পরিচালক নিজে জানিয়েছেন, ২৫ ডিসেম্বর, ছবি মুক্তির কথা ঘোষণা করবেন তিনি। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে এই ছবি।
এই ছবির কেন্দ্রে কবি জীবনানন্দ দাশের জীবনকথা। দুই বয়সের কবিকে বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন ব্রাত্য বসু এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কবির স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জয়া আহসান। এ ছাড়াও, এই ছবিতে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক দাপুটে অভিনেতারা।
এই ছবির শ্যুট শুরু হয়েছিল ২০১৭ সালের নভেম্বরে। নানা কারণে ছবির মুক্তি ক্রমাগত পিছিয়েছে। তার পরেই অতিমারি আসে আমাদের জীবনে। সব প্রেক্ষাগৃহ বন্ধ ছিল ওই সময়ে, তবে এবার আসতে আসতে প্রেক্ষাগৃহ খুলছে। আর তাই নতুন বছরেই ছবির নির্মাতারা ঠিক করছেন দর্শকদের উপহার দেবেন বহু প্রতিক্ষীত ছবি ‘ঝরা পালক’।