কিছুদিন আগে দুই ছেলেকে নিয়ে স্বামী সইফ আলি খানের জন্মদিন সেলিব্রেট করতে মালদ্বীপ গিয়েছিলেন বলি অভিনেত্রী করিনা কাপুর। মালদ্বীপ হল করিনা কাপুর খানের পছন্দের ট্রাভেল ডেস্টিনেশন গুলির মধ্যে একটি। জেহর ছয় মাসের জন্মদিনও সেখানেই সেলিব্রেট করেছিলেন তাঁরা। গতকাল অর্থাৎ ২১ সেপ্টেম্বর মঙ্গলবার ছিল করিনা কাপুরের জন্মদিন। আর এবারও গন্তব্য সেই মালদ্বীপ।
গতকাল ভার্চুয়াল মাধ্যমে করিনাকে ইন্ডাস্ট্রির বহু সদস্যরাই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। শুধু ইন্ডাস্ট্রির সদস্যরাই নন তালিকায় রয়েছেন তাঁর অনুরাগীরাও। আজ অর্থাৎ বুধবার সেলিব্রেশনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজে।
করিনা কাপুরের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে মালদ্বীপের সমুদ্র সৈকতে কিছুটা দূরত্বে সইফের পাশাপাশি হেঁটে যাচ্ছে তৈমুর আর পিছনে জেহকে কোলে নিয়ে আছেন করিনা। করিনা সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কিপ দ্য ফায়ার বার্নিং, বার্থডে প্রমিস টু মাইসেল্ফ’ অর্থাৎ জন্মদিনে নিজের কাছেই এই প্রমিস করলেন করিনা।