সকলেই ভারতী সিং-কে অনস্ক্রিন মজা করতে দেখেন। আসলে বিনোদন দেওয়াই তাঁর কাজ। কিন্তু জানা যায় অফস্ক্রিনেও ভারতী নাকি বেশ মজার মানুষ। বহু শোয়ে সঞ্চালনার কাজ করেছেন তিনি। এতদিন পরে তাঁর প্রিয় সঞ্চালকের নাম তিনি দর্শকের সঙ্গে ভাগ করে নিলেন।
ভারতী সিং তাঁর সহ সঞ্চালক তথা স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে বুধবার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ‘ডান্স দিওয়ানে ৩’-এ একসঙ্গে কাজ করছেন তাঁরা দুজনে। শেয়ার করা সেই ছবির ক্যাপশনে ভারতী লেখেন, ‘হর্ষের সঙ্গে শুট করতে দারুণ মজা হয় আমার। সেরা সহ সঞ্চালক।’
ভারতী এবং হর্ষ লিম্বাচিয়া তাঁরা সদ্য নতুন একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করলেন। সেটির নাম দিয়েছেন ‘ভারতী টিভি’। ভারতী কমেডিয়ান, সঞ্চালিকা তথা অভিনেত্রীও একজন। অন্যদিকে হর্ষ নিজে লেখেন এবং প্রযোজনাও করেন। তাঁদের দুজনের ভাবনার ফসল এই ইউটিউব চ্যানেল। প্রচুর কমেডি শোয়ের পরিকল্পনা করেছেন দম্পতি। যা দেখতে পাওয়া যাবে এই নতুন চ্যানেলে।