টলিউডের অন্যতম একজন ‘স্টার’ হলেন দেব। এক সময় দাপিয়ে বানিজ্যিক ছবি করেছেন, এখন তিনি আসতে আসতে একটু অন্য ধারার ছবির দিকে কাজ করা শুরু করে দিয়েছেন। তাঁর ভক্তের সংখ্যাও নেহাত কম না। কিন্তু তিনি কবে বলিউডে কাজ করবেন? এই প্রশ্নই অনেক সময় শুনতে হয় অভিনেতা-সাংসদ দেবকে। এ প্রশ্নের তাঁর কাছে কোনো উত্তর থাকে না। তবে কি তিনি বলিউডে কাজ করবেন না কোনোদিন?
বাংলার থেকে বহু অভিনেতা কলকাতা-মুম্বইয়ের নিত্যযাত্রী। কিন্তু তা হলে ব্যতিক্রমী কেন দেব? তিনি জানান যে, বলিউড থেকে ডাকা হয়েছিল তাঁকে। কিন্তু সেই ডাকে তিনি মনঃপুত হননি। তিনি বলেন যে, তিনি যে দিন বুঝবেন বলিউডের সেরা কাজের সুযোগ পাচ্ছেন সে দিন তিনি সব ছেড়ে মুম্বইয়েতেই পা রাখবেন। এখনও তাঁর সেই স্বপ্নের ছবির সন্ধান পাননি তিনি। ফলে এখনও পর্যন্ত মুম্বই যাওয়া হয়ে ওঠেনি অভিনেতা-সাংসদের।
কিন্তু সে তো নয় সিনেমা, ওয়েব প্ল্যাটফর্ম বা ওটিটি কি দোষ করলো? সেখানেই বা তিনি নেই কেন? সম্প্রতি, শাহরুখ খান পর্যন্ত ওটিটিতে পা রেখেছেন। তিনি জানান যে, ওটিটি-র যুগ সবে শুরু হয়েছে। এখনও তার ভবিষ্যত দেখা বাকি আছে। আরও সুযোগ বাড়লে তিনি নিশ্চয়ই কাজ করবেন।