‘রসগোল্লা’ ছবিতে কোঁকড়া চুলের সেই গোলগাল এক মেয়েকে সবার মনে আছে। যে দস্যি মেয়ে বিয়ের পর আবার গুছিয়ে সংসারীও হয়েছে। এতক্ষন যার কথা বলা হচ্ছে সে পাভেল পরিচালিত ‘রসগোল্লা’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করা অবন্তিকা বিশ্বাস। ক্ষীরোদমণি দেবীর ভূমিকায় তাঁর অভিনয় পছন্দ করেছিলেন দর্শকরা। এবার সেই অভিনেত্রী অভিনয় ছেড়ে পরিচালনার কাজে হাত দেবেন। অবন্তিকা তাঁর প্রথম ছবি পরিচালনা করতে চলেছেন খুব শীঘ্রই। ছবির নাম ‘ভয় পেয়ো না’। এই ছবি নিয়ে অবন্তিকা জানান যে, তাঁরই চিত্রনাট্য। এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে সেই ছবির। খুব তাড়াতাড়ি হয়তো শুটিং শুরু করতে পারবেন বলে মনে করছেন তিনি। এই ছবিটি একটি হরর স্যাটায়ার। ছবিটি নির্মাণের পর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। মাঝে ‘লৌকিক অলৌকিক’ টেলি সিরিজে কাজ করেছেন অবন্তিকা। অবন্তিকা এবং তাঁর বন্ধুদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। জানা যাচ্ছে যে সেই চ্যানেলেই এই ছবি আসবে। সেই চ্যানেলের নাম ‘ইচ্ছে ক্রিয়েশনস’। সেই চ্যানেলে এখন থেকেই অডিয়ো ভিজুয়াল কনটেন্ট নিয়মিত আপলোড করার পরিকল্পনা করেছেন তাঁরা। তারপর ছবি আসারও কথা রয়েছে। |