গোয়াতে পালিত হচ্ছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে উপস্থিত সারাদেশের তারকারা। উপস্থিত ছিলেন বলি তারকা কার্তিক আরিয়ানও। ১৯ নভেম্বর কার্তিক অভিনীত ‘ধামাকা’ ছবিটি নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। দারুণ সাড়া ফেলেছে সেটি। আর আজ আবার কার্তিকের জন্মদিন। ৩০ শে পা দিলেন এই তারকা অভিনেতা।
গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কার্তিক আরিয়ান সংবাদ মাধ্যমকে জানান যে, ‘নতুন কার্তিক’-এর জন্ম হয়েছে এবার। তিনি এও বলেন নানা ধরনের চরিত্রে তিনি অভিনয় করতে পারেন এবং বিভিন্ন ধরনের ছবি বাছাই করতেও পারেন। ফলে ‘ধামাকা’র মতো একটা ছবি তিনি বেছে নিয়েছেন।
আসলে কার্তিক চেয়েছিলেন তাঁর প্রথম ছবি থেকেই নিজের ‘চকোলেট বয়’ লুক ভেঙে বেরতে। এখন তিনি জানান যে তাঁকে অন্য ধরণের চরিত্রে দেখে দর্শকরা যে ভাবে উচ্ছ্বাসিত হচ্ছেন তাতে তিনি নিজের মধ্যে এক আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন। তাই তিনি জানান যে সবার ভালবাসায় আরও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জ নেবেন তিনি সুদূর ভবিষ্যতে।