মাঝে মধ্যেই নিত্যনতুন পোশাক পরার জেরে শিরোনামে থাকেন উরফি জাভেদ। কখনও তাঁকে দেখা গেছে গায়ে শুধু সেফটিপিন আটকে ছবি তুলতে, তো আবার কখনও দেখা গেছে নিজেরই ছবি সেঁটে ছবি তুলতে কিংবা কখনও একসঙ্গে দু\’টি প্যান্ট পরে রাস্তায় বেরিয়ে পরতে। মডেল-অভিনেত্রী বিমানবন্দরের বাইরে এলেই ছেঁকে ধরেন একাধিক চিত্রগ্রাহকরা। আজ আবার নিজেকে এক অন্য পোশাক পড়ে স্বমহিমায় হাজির করলেন উরফি।
ছবিতে দেখা যাচ্ছে, উরফির পরনে কচি কলাপাতা রঙের বিকিনি আর সঙ্গে পায়ে ওই রঙেরই উঁচু হিলের জুতো। সেই দেখে ফের কটাক্ষের সুর নেটিজেনদের। তবে কেউ কেউ আবার ভালো মন্তব্যও করেছেন। উরফিকে নিয়ে সব সময়েই এমন মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় নেটদুনিয়ায়।
আজ এই রোদ ঝলমলে সকালে নিজের সবুজ বিকিনি পরা ছবির নীচে দু\’জনকে ট্যাগ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উরফি জাভেদ। তাঁদের মধ্যে একজন হলেন পোশাকশিল্পী এবং অন্যজন হলেন চুলের সাজ উরফির কেশবিন্যাস-শিল্পী।