জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’র নায়িকা গুনগুন, অর্থাৎ অভিনেত্রী তৃণা সাহার হঠাৎ আজ পোহা খাওয়ার ইচ্ছা জেগেছে মনে। সেই জন্য নাচানাচি শুরু করে দিয়েছেন বাড়ির ভিতরে। তাঁর স্বামী নীল গোটা ঘটনাটির ভিডিয়ো তৈরি করেছেন। আর পোস্ট করেছেন তৃণা নিজে।
‘সাথ নিভানা সাথিয়া’ হিন্দি ধারাবাহিকে কোকিলা চরিত্রের বেশকিছু সংলাপ বিখ্যাত হয়েছে এবং বিখ্যাত হয়েছে সংলাপ বলার ধরন ও আবহ সঙ্গীতও। সাধারণ কথাকেও বড় কঠিন কণ্ঠে বলে এই চরিত্রটি। চরিত্রের একটি সংলাপ ‘রেসোঁরে মে কউন থা’ ভাইরাল হয়েছিল অনেকদিন আগেই। সেই সংলাপ অনেক সেলেবই নকল করে ছিলেন। তারপর রিল তৈরি করে পোস্ট করে ছিলেন নিজ নিজ সোশ্যাল মিডিয়ায়।
এবার সেই সংলাপেই নেচেকুঁদে ভিডিয়ো তৈরি করেছেন অভিনেত্রী তৃণা সাহাও। ইদানিং দেখা যাচ্ছে ফের ট্রেন্ড শুরু হয়েছে। ফের এই বিশেষ সংলাপের রিল তৈরি করছেন অনেক সেলেব। তাই তৃণাও তা করে ফেললেন।