মাস খানেক আগে বাবাকে হারিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এখনও তাঁর সোশ্যাল ওয়ালে বাবাকে নিয়ে নানান পোস্ট করেন তিনি। প্রতি মুহূর্তে বাবার কথা মনে পড়ে তাঁর। এসবের মধ্যেই ধীরে ধীরে কাজে ফিরেছেন অভিনেত্রী। তিনি কাজে বেরনোর মুহূর্ত ভাগ করে নিয়েছেন সকলের সাথে সোশ্যাল মিডিয়ায়।
আজই মুক্তি পেল শ্রীলেখার আসন্ন ছবি ‘নির্ভয়া’র ট্রেলার। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ট্রেলার ইতিমধ্যেই ভাল লাগছে দর্শকের। এই ছবিতে ডেবিউ করছেন হিয়া দে। টেলিভিশনের পর্দায় তাঁকে প্রথমবার দেখা গিয়েছিল ‘পটলকুমার গানওয়ালা’ ধারাবাহিকে, এছাড়াও ‘আলো ছায়া’ ধারাবাহিকেও তাঁকে দেখা গিয়েছিল। বর্তমানে ‘ফেলনা’ ধারাবাহিকে তাঁর অভিনয় দেখছেন দর্শক।
এই ছবি প্রসঙ্গে হিয়া জানান যে, এটা তাঁর প্রথম ছবি। তিনি বলেন যে এই চরিত্রটির জন্য বেস্ট দেওয়ার চেষ্টা করেছেন তিনি। তিনি খুব প্রায়োরিটি দিয়েছেন। যখন শুটিং হয়েছিল এই ছবির, সিরিয়াল আর সিনেমাতে একসঙ্গে করছিলেন তিনি। তাঁর সিনেমা বেশি ভাল লাগে, এমনটাই জানালেন তিনি। এবার দেখার দর্শকের কেমন লাগে এই ছবিটি।