এই সিজিনের ইন্ডিয়ান আইডলের মঞ্চে যারা দুজন তাঁদের গানের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তাঁরা হলেন পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। তাঁদের আলাপ হয়েছিল এই শো থেকে আর একই সঙ্গে গড়ে ওঠে তাঁদের মধ্যে নিখাদ এক বন্ধুত্ব। সেই বন্ধুত্বকে নিয়ে যদিও চর্চায় হয়েছে বহু। তবে আবারও এক রিয়ালিটি শো’য়ে একসঙ্গে দেখ গেল পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালকে।
তবে এইবার প্রতিযোগী হিসেবে নয় বরং অতিথি হয়েই কপিল শর্মার কমেডি শো’য়ে হাজির হলেন তাঁরা দুজনে। তবে শুধু পবনদ্বীপ অথবা অরুণিতাই নয় ইন্ডিয়ান আইডলের এবারের সিজন ৬ ফাইনালিস্টকেই দেখা গেল সেই শো-এ। সেখানে হাজির ছিলেন নেহা কক্করও। আবারও একবার অরুণিতাদের একমঞ্চে দেখে খুবই উচ্ছ্বসিত ভক্তরা।
ইন্ডিয়ান আইডল শেষ হয়েছে অনেকদিন। সামনে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ। হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধানে তৃতীয় নম্বর গানটিও গেয়ে ফেললেন তাঁরা দুটিতে। গানের নাম ‘ও সায়নী’। হিমেশের অ্যালবাম হিমেশ কে দিল সে-তে জায়গা করে নিয়েছে এই গানটি। গানটি লিখেছেন হিমেশ নিজে। এর আগে হিমেশের কম্পোজিশনে তেরে বগয়ের ও তেরি উমিদ– এই দুই গান গেয়েছেন পবন এবং অরুণিতা।