নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া এখন দুটি আলাদা মহাদেশের বাসিন্দা। মূলত কাজের কারণেই সঙ্গে থাকা হচ্ছে না তাঁদের। কিন্তু তাতে কী? এতে প্রেমে ভাঁটা পড়েনি একদমই। দূর থেকেই প্রিয়াঙ্কাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নিক।
প্রিয়াঙ্কা এখন লন্ডনে নিজের বাড়িতে আছেন। রুসো ব্রাদার্সের আমেরিকান ড্রামা টেলিভিশন সিরিজ় ‘সিটাডেল’-তে অভিনয় করছেন তিনি। শুটিং চলছে জোর কদমে। তাই বারবার আমেরিকা-লন্ডন, লন্ডন-আমেরিকা করতে হচ্ছে তাঁকে।
অভিনেত্রী ‘সিটাডেল’-এর শুটিংয়ের ফ্লোর থেকে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, গাড়ির আয়নায় তাঁর প্রতিবিম্ব। আসলে সেলফি তুলেছেন প্রিয়াঙ্কা। সেই সেলফির নামকরণ করেছেন ‘কার্ফি’। গাড়িতে অনেকদিন পর একটি সেলফি তুলেছেন তিনি। তাই ক্যাপশনেও উল্লেখ করেছেন সেই কথারই। বলেছেন, ‘অনেকদিন কার্ফি পোস্ট করা হয়নি আমার’। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাকিদের মতো তিনিও সেলফি তুলতে কত পছন্দ করেন।