মলদ্বীপে বিনা বৃষ্টিতেই দেখা মিলল রামধনুর! সপরিবারে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন সানি লিওনি। সেখানের প্রতি মুহূর্তের আপডেট ফুটে উঠছে তাঁর টুইটারে। বিভিন্ন রূপে নিজের ছবি পোস্ট করছেন এবং অনুরাগীদের মাতিয়ে রাখছেন তা দিয়ে। সোমবার রামধনু রঙে সানি লিওনি নিজেকে অনুরাগীদের সামনে তুলে ধরলেন। তাঁর পিছনে দেখা যাচ্ছে উন্মুক্ত আকাশ। সামনে সত্যিই যেন রামধনুর মতো একরাশ রঙ নিয়ে ঝড় তুললেন অনুরাগীদের মনে সানি লিওনি।
সেই ছবিতে দেখা যাচ্ছে, রামধনু রঙের একটি পোশাক পরে দাঁড়িয়ে আছে সানি। তাঁর চোখে মুখে ফুটে উঠেছে একটা আনন্দ। তিনি ছবির সাথে লিখেছেন, ‘দ্বীপে ঘুরে বেড়ানোর আদর্শ পোশাক।’
কিছুদিন ধরেই মলদ্বীপে সময় কাটাচ্ছেন সানি। কখনও সমুদ্রসৈকতে বালির উপর শুয়ে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে, কখনও বা বিশালাকার ম্যাকাও পাখি কাঁধে বসিয়ে উপভোগ করেছেন তাঁর মলদ্বীপ ভ্রমণ। স্বামী ড্যানিয়েলের সঙ্গে নৈশভোজের একটি ভিডিয়োও পোস্ট করেছিলেন তিনি। বোঝাই যাচ্ছে, তিনি এখন বেশ খোশ মেজাজে ছুটি কাটাচ্ছেন মলদ্বীপে।