ছোট পর্দার জনপ্রিয় শো ‘দ্য কপিল শর্মা শো’তে অভিনয়ের মাধ্যমে নেটিজেনদের মন জয় করে নিয়েছিলেন বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী ২০১৪ সাল থেকে। কপিল শর্মার পাশাপাশি তার হাস্যকৌতুক এবং মজার মজার কান্ড কারখানা দর্শকদের মধ্যে ভারী জনপ্রিয় হয়ে উঠেছিল।
বহু বছর এই শোয়ের অবিচ্ছেদ্য অংশ ছিলেন সুমনা। কিন্তু সম্প্রতি যে নতুন সিজন নিয়ে রিয়েলিটি শো টি ফিরছে সেখানে তাঁকে দেখতে পাওয়া যায়নি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নতুন সিজনের ছবি প্রকাশিত হয়েছে। সেখানে আগের সিজনের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ক্রুষ্ণা অভিষেক, কিকু শারদা, ভারতী সিংহরা থাকলেও নেই একমাত্র সুমনা।
এরপরই সোশ্যাল মিডিয়ায় সুমনার একটি পোস্ট ঘিরে অনুগামীদের মধ্যে জল্পনা তুঙ্গে ওঠে। পোস্টটির বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ‘তোমার অনেক কিছু করার ক্ষমতা ছিল কিন্তু তোমাকে বেরিয়ে আসতে বাধ্য করা হয়েছে’। যা থেকে নেটিজেনরা মনে করছেন হয়তো রিয়েলিটি শো টি থেকে জোরপূর্বক সুমনাকে বাদ দেওয়া হয়েছে।
এরপর অনেকেই সুমনা কি পরিপ্রেক্ষিতে তার এই সোশ্যাল মিডিয়া পোস্টটি করেছেন তা জানতে চেয়ে প্রশ্ন করলেও অভিনেত্রী এখনো প্রকাশ্যে মুখ খোলেননি তা নিয়ে। তবে তার অনুগামীরা আন্দাজ করছেন যে জনপ্রিয় এই রিয়েলিটি শো থেকে বাদ পরেই সুমনা এই পোস্ট করেছেন। অনেক বাঙালি দর্শক সোশ্যাল মিডিয়ায় এদিন শোতে সুমনাকে ফিরিয়ে আনারও দাবি তোলেন।