অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছোটবেলা থেকেই ভূতের গল্প পড়তে ভালোবাসতেন। অন্য দিকে অলৌকিক ছবির দিকেও বিশেষ আগ্রহ অভিনেত্রীর। তিনি ভূতের ছবি দেখতে এবং তাতে অভিনয় করতে খুবই ভালোবাসেন। আবার একা ভূতের ছবি দেখতেও ভয় পান শ্রাবন্তী। এবার অভিনেত্রী নিজেই ভূতুড়ে অভিজ্ঞতার সম্মুখীন হলেন, কিন্তু কিভাবে?
টলিউডে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন শ্রাবন্তী। তবে যে ঘটনাটি বলা হচ্ছে তা তাঁর শৈশবের। সেই শ্রাবন্তী জানান যে, নিজের বাড়ির ছাদে একবার এমন ঘটনার শিকার হয়েছিলেন তিনি। ছাদে উঠে তিনি দেখেছিলেন, একটা আবছা অবয়ব, যেটা কেমন ভাবে দৌড়ে বেরাচ্ছে। তা দেখে ভয় পেয়ে তাড়াহুড়ো করে পালাতে গিয়ে হোঁচট খেয়ে সিঁড়ি দিয়ে পড়ে যান শ্রাবন্তী।
সেদিন কী দেখেছিলেন শ্রাবন্তী তা জানতে না পারলেও অভিনেত্রী বিশ্বাস করেন, যদি ঈশ্বর থাকেন তবে ভূতও আছে বাস্তবে। আগামীতে একটি হরর থ্রিলার ছবিতে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী। সেই ছবির নাম ‘ভয় পেয়ো না’। আর সেই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে ওম সাহানিকে। এর আগে একই ছবিতে অভিনয় করলেও এই প্রথম দুজনে জুটি বাঁধবেন তাঁরা।