সোনম কপূর তবে কি অন্তঃসত্ত্বা? লন্ডন থেকে মুম্বই ফেরার পর থেকেই বলিপাড়ায় এই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাঁর পোশাক পরার ধরন দেখে নেটাগরিকদের সন্দেহ হয়েছিল। বিমানবন্দরে অনিল কপূরের সঙ্গে তাঁর মেয়েকে ফ্রেমবন্দি করেছিলেন পাপারাৎজিরা। সেই ভিডিয়ো দেখেই নেটাগরিকদের একাংশ সোনম অনুমান করছে অন্তঃসত্ত্বা বলে। মূলত অভিনেত্রীর পোশাক দেখেই সন্দেহের উদ্রেক হয় তাঁদের। সোনম পড়নে ঢলঢলে একটি জামা পরেছিলেন। তার উপর গাঢ় নীল রঙের ব্লেজার। অনেকেই মনে করেছেন, এই পোশাকের মাধ্যমে সোনম নিজের বেবি বাম্প লোকানোর চেষ্টা করছেন।

সেই বিষয়ে সোনম কিন্তু মুখ খোলেননি। কিন্তু পরোক্ষ জবাব দিয়ে মানুষের মুখ বন্ধ করে দিলেন অভিনেত্রী। বুধবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করলেন। ব্যস! সবাইকে তিনি চুপ করিয়ে দিলেন।
ছবিতে দেখা যাচ্ছে, সোনম চুমুক দিচ্ছেন একটি গ্লাসে। ছবির উপর লেখা, ‘ঋতুচক্রের প্রথম দিন, তাই আদা চা আর গরম জলের ব্যাগ।’ লেখার পাশে রক্তের চিহ্ন এক বিন্দু। তাঁর সেই পোস্ট দেখে এটাই বোঝা গেল, এই মুহূর্তে অভিনেত্রীর ঋতুচক্র চলছে। সুতরাং তিনি সন্তানসম্ভবা কখনোই নন।