অভিনেত্রী সোহিনী সরকারের সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যক্ত করেছে অনেক কিছু। অর্ধ পাল্লা খোলা জানালার পাশে বসে আছেন অভিনেত্রী সোহিনী। কী যেন ভাবছেন, এমন একটা মনভাব! একজন মন্তব্য করেছেন, ‘এত মন খারাপ কেন ম্যাডাম।‘
সেই ছবিটি পোস্ট করে সোহিনী ক্যাপশনে লেখেন, ‘বন্ধু তোমায় এ গান শোনাব বিকেলবেলায়।‘ কিন্তু প্রশ্ন হচ্ছে যে, এত মন ভাল করা গানের সঙ্গে এমন মন খারাপ করা ছবি দিয়েছেন কেন অভিনেত্রী? প্রশ্নের পাহাড় জমেছে নেটিজেনদের মনে। এরপরই সোহিনীর আরও একটি পোস্ট করেন এবং তার ক্যাপশনে লেখেন, ‘সব খালি জায়গা পূর্ণ করার প্রয়োজনীয়তা নেই।‘ এ কথারই বা অর্থ কী?
তিনি বেড়াতে গিয়েছিলেন উত্তরবঙ্গে। দিন দুই আগে পাহাড়ের কোলে বাইনোকুলার হাতে ছবি পোস্ট করেছেন সোহিনী। গজ দাঁতের মিষ্টি হাসিতে মন ভুলিয়েছিলেন অনুরাগীদের। সেই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘জীবন খুবই সিম্পল।‘ সেদিনই তিনি ঝর্ণার কাছে ভেজা চুলে ছবি দিয়েছিলেন। ছবিটি তুলেছেন রণজয়। তাঁর প্রেমিক রণজয় বিষ্ণুর, তাঁর সঙ্গেই বেড়াতে গিয়েছিলেন সোহিনী।