স্বামী রাজ কুন্দ্রা পর্ন কান্ডে গ্রেফতারের তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির জীবন অনেক বদলে গিয়েছে। পরে রাজ জামিনে মুক্ত হয়েছেন ঠিকই। কিন্তু দম্পতির ব্যক্তিগত জীবন এখন আর সোজা নেই এটাই মনে করেন বলি মহলের একটা বড় অংশ। এদিকে যদিও শিল্পা বা রাজ তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই কথা বলেননি কিন্তু তাঁদের আচরণেই বোঝা যাচ্ছে, তাঁদের দাম্পত্য মোটেই সুখের নয়।
দুই সন্তানকে নিয়ে শিল্পা আলিবাগের উদ্দেশ্যে রওনা হন শনিবার। ছুটি কাটানোর জন্যই যাচ্ছেন তা জানা গিয়েছে। কিন্তু এই সফরে রাজ তাঁদের সঙ্গী নন। বরং শিল্পার সঙ্গে ছিলেন তাঁর মা সুনন্দা শেট্টি এবং দুই সন্তান ভিভান এবং সমিশা। কিন্তু তাঁদের সঙ্গে রাজ না যাওয়ায় দম্পতির সম্পর্ক নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে নানান মহলে। তবে কি সম্পর্কে ভাঙনেরই সম্ভবনা? তা অনেকেই বলে মনে করছেন অবশ্য।
গত মাসেই মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে জামিনে মুক্ত হয়েছিলেন রাজ কুন্দ্রা। আর তাঁকে গত জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল। পর্ন কান্ডে তাঁর স্ত্রী শিল্পাও জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কোনও প্রমাণ সামনে আসেনি।