• Mon. Apr 29th, 2024

‘ডিডিএলজে’-র হলিউডি নাট্যরূপ এবার ব্রডওয়েতে

ভারতীয় চলচ্চিত্রে জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে থাকা যে চলচ্চিত্র সেটি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ যার ইতিহাস ১৯৯৫ সালেই লেখা হয়ে গিয়েছিল। সেই ছবির ২৬ বছর পার হয়ে গেছে অথচ আজও সে ছবি নিয়ে দর্শক মহলে নানান উত্তেচনা লক্ষ্য করা যায়। দর্শকের মনে গেঁথে থাকবে ‘রাজ-সিমরন’ জুটি। যে ছবির হাত ধরে আড়াই দশক পেরিয়েও প্রেমের প্রতীক হয়ে থাকবেন শাহরুখ খান এবং কাজল। কিন্তু অনেকেই হয়তো জানে না, পরিচালক আদিত্য চোপড়া এ ছবি তৈরি করতে চেয়েছিলেন হলিউডের জন্য।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ওরফে ‘ডিডিএলজে’ ঘিরে হলিউডি স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল আদিত্যর। শৈশব থেকে তিনি হলিউড ছবি দেখে প্রভাবিত হলেও বলিউডের গণ্ডি পেরিয়ে কখনই পৌঁছতে পারেননি সেখানে। কিন্তু এত কাল বাদে হতে চলেছে ইচ্ছে পূরণ।

তবে না, বড় পর্দা তা নয়, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ নিয়ে ব্রডওয়ে মিউজিক্যাল তৈরি করতে চলেছেন প্রয়াত যশ চোপড়ার পুত্র আদিত্য চোপড়া। যার নাম হবে ‘কাম ফল ইন লভ — দ্য ডিডিএলজে মিউজিক্যাল’। প্রযোজনার দায়িত্বে রয়েছে যশরাজ ফিল্মস। এই নতুন সংস্করণে এক আমেরিকান যুবকের সঙ্গে ভারতীয় মেয়ের প্রেমের গল্প ফুটিয়ে তুলবেন আদিত্য। তিন বছর ধরে পরিকল্পনা চলেছে এই ইংরেজি ভাষায় মিউজিক্যালটির।

এই মিউজিক্যালে গানের কথা লিখবেন হলিউডের নেল বেঞ্জামিন। পাশাপাশি সঙ্গীত পরিচালক হিসেবে থাকছেন বিশাল দাদলানি এবং শেখর রাভজিয়ানি। যশরাজের সঙ্গে অতীতেও প্রচুর কাজ করেছেন তাঁরা। টোনি এবং এমি পুরস্কারজয়ী রবার্ট অ্যাশফোর্ড থাকছেন নৃত্য পরিচালনাতে। তাঁর সঙ্গে থাকবেন বলিউডের কোরিওগ্রাফার শ্রুতি মার্চেন্ট। জানা যাচ্ছে ২০২২-২৩ সালে ব্রডওয়ে সেশনে মঞ্চস্থ হতে চলেছে আদিত্য পরিচালিত এই মিউজিক্যাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2