পর্নোগ্রাফি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করার পর তোলপাড় হয় শিল্পা শেট্টির জীবন। তিনি জনসমক্ষেও আসেননি প্রায় একমাস। তবে এখন তিনি নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন নিজের জীবন এবং কাজে ফিরেছেন। রাত পোহালেই অর্থাৎ আগামীকাল গণেশ চতুর্থী। বুধবার রাতে বাড়িতে গণেশের মূর্তিও এনেছেন। তারপরই ছুটে গিয়েছেন দীর্ঘদিনের সহ-অভিনেতা অক্ষয় কুমারের বাড়ি।
গতবুধবার সকালে প্রয়াত হয়েছেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। তাঁর মায়ের মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা নিজেই। তিনি জানান যে, অন্য দুনিয়ায় বাবার সঙ্গে আবার দেখা হবে তাঁর মায়ের। মা তাঁর জীবন ছিলেন তাই তাঁর খুব যন্ত্রণা হচ্ছে।
শিল্পা শেট্টিকে খুবই স্নেহ করতেন অক্ষয়ের মা। তাই তিনিও ছুটে গিয়েছিলেন অক্ষয়ের বাড়িতে। অভিনেতার কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন শিল্পা শেট্টি। একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন শিল্পা ও অক্ষয়। ‘ধড়কন’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইনসাফ’-এর মতো বহু ছবিতে কাজ করেছেন এই তাঁরা একসাথে।