বলিউডের অন্যতম এক অভিনেত্রী হলেন শ্রদ্ধা কাপুর। তিনি নিজের অভিনয় দক্ষতার মাধ্যেমেই দর্শকের পছন্দের হয়ে উঠেছেন তিনি। তাঁর পারিবারিক ইতিহাসও তাঁর জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করেন অনেকেই। কারণ শ্রদ্ধা হলেন ‘স্টার কিড’। তিনি অভিনেতা শক্তি কাপুরের মেয়ে।
কয়েকদিন ধরে তৈরি হওয়া শ্রদ্ধার সম্পর্কে দর্শকের একটি ভুল ধারণা ভেঙে দিলেন শক্তি। তিনি জানান, অনেকেই ভাবেন যে, শ্রদ্ধাকে তিনি অভিনয় জগতে পেশাদার হিসেবে কাজ করা থেকে বিরত করতে চেয়েছিলেন। বাবা হিসেবে মেয়েও অভিনয় জগতে কাজ করবে, তা নাকি শক্তি কাপুরের পছন্দ ছিল না। কিন্তু দর্শকের সেই ধারণা একেবারে নস্যাৎ করে দিলেন শক্তি কাপুর নিজে। বরং তিনি জানালেন যে তিনি তাঁর কোনও সন্তানকেই শক্তি স্বপ্ন পূরণে বাধা দেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শক্তি জানান যে, অনেকে তাঁকে প্রশ্ন করেছেন, তিনি নাকি শ্রদ্ধার নায়িকা হওয়ার ইচ্ছেতে বাধা দিয়েছিলেন। কিন্তু তা একেবারেই মিথ্যে। তিনি সব সময় চান তিনি আরও ভাল কাজ করুক, আরও জনপ্রিয় হোক। তাঁর মতে শ্রদ্ধা কাপুর বলিউডে যেটুকু করেছে, সেটুকু নিজের চেষ্টায় করেছে।