সম্প্রতি অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে মুম্বঈয়ের রাস্তায় দেখা গিয়েছিল অভিনেত্রী সারা আলি খানকে। সারা গাড়িতে ওঠার সময় আচমকাই সারার দিকে কাগজে মোড়া সামোসা পাও এগিয়ে দেন কোনো এক ভক্ত। তারপর সারা যা করলেন তা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সারা তাঁর দু’হাত দিয়ে সেই ভক্তের কাছ থেকে সামোসা পাও নেন। একই সঙ্গে ভক্তকে ধন্যবাদও জানান তিনি। তিনি একজন স্টারকিড আর তাঁকে মহামূল্যবান জিনিসও দেয়নি, রাস্তার দোকান থেকে কেনা সামোসা পাও মাত্র কিন্তু সারা যে খুশি মনে গ্রহণ করেছেন তা মুগ্ধ করেছে নেটিজেনদের।
ভিকির সঙ্গে প্রথম বার কাজ করতে চলেছেন সারা আলি খান। এবার তাঁদের দুজনকে দেখা যাবে বড় পর্দায় রোম্যান্স করতে। এই ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ভিকি এবং সারাকে। তাঁদের একটাই স্বপ্ন নিজেদের বাড়ি তৈরি করা। কয়েকমাস আগেই এই ছবির চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। জানা যাচ্ছে চলতি বছরের নভেম্বর মাসের ১৫ তারিখ থেকে শুটিং শুরু হবে।