প্রত্যেকের নিজের কিছু প্রিয় জায়গা থাকে নিজের বাড়িতে। কেউ বলবেন ব্যালকনি, কারও পছন্দ আবার ড্রয়িং রুম। আর অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী শেয়ার করলেন তাঁর বাড়িতে তাঁর পছন্দ জায়গা। জায়গার ছবি পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রামে।
সেই ছবিতে দেখা যাচ্ছে পিছনে কিংবদন্তী হলিউড অভিনেত্রী ডরিস ডে’র কাটআউট এবং একটি বইয়ের তাক। সেই বইয়ের তাকে বই নেই, রয়েছে থরে থরে সাজানো নানান গাছ। রয়েছে একটি রেডিয়োও। সেই জায়গাতে বসেই একটি ছবি পোস্ট করেছেন ঋতাভরী।
তিনি জানিয়েছেন, বাড়ির এত জায়গার মধ্যে তাঁর সবচাইতে প্রিয় জায়গা ওইটি। তিনি লিখেছেন, ‘দেখ, দেওয়াল থেকে ডরিস কীভাবে হাসছেন’। ঋতাভরীর সেলফিতে রোদ এসে পড়ছে তাঁর মুখে। রোদ গায়ের মাখতে মাখতেই এক গাল হাসিতে প্রিয় জায়গায় গা এলিয়েছেন অভিনেত্রী ঋতাভরী।